Rajan Debnath's Poems
Literature and Culture
15th January, 2023
তোমার উঠোনে জুঁই চামেলিকারিগর
লোহা দিয়ে লোহা বানাই
মাটি দিয়ে মাটি
মাটিকে লোহা করি
লোহাকে মাটি।আগুন জ্বলে
সন্ধ্যা মালতী ফোটে
আমার উঠোনে শুকনো পাতার
আগুন জ্বলে ওঠে ।
জ্বলে জ্বলুক অগ্নিশিখা
পুড়ে পুড়ক বন
ভালবাসি তারেই আমি
উজাড় করে মন।
একটা অস্ত্রের কারখানা চাই |
ভাবছি; অস্ত্রের কারখানা দেব বিশ্বশান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় আর পারমাণবিক বিক্রিয়ায় ছড়িয়ে দেব শান্তির বাণী আমায় কেউ বাধা দিও না যদি মাউথপিস বাড়িয়ে দাও- আমিও স্ক্রিপ্ট পড়ে শুনিয়ে দেবো- বিশ্বশান্তি, ওম্ শান্তি! সবুজ সমারোহ পুড়ে ছাই হতে দেখে দেবশিশুর লুটিয়ে পড়া নিথর দেহ দেখে আমারও প্রাণ কুঁকিয়ে ওঠে, আঁৎকে ওঠে শিউরে ওঠে গা তাই ভাবছি যুদ্ধকেই ভালবাসবো কিন্তু কি করে যে বাসি! অস্ত্র বেচে যখন সোনা অর্থ যোগ হবে আমার হিসাবের খাতায় যখন শিশুর আঁতুড়ঘরে গোলাবারুদের ঘ্রাণ শান্তিজল হয়ে ছড়িয়ে পড়বে যখন বিশ্বমোড়লেরা আমার রাজস্বকে রাঙিয়ে দেবে পরমাণু যুদ্ধের কথা বলে কালো মেঘের আড়ালে, কাঁচা সোনায় অস্ত্রের ঝনঝন শব্দে মুখরিত হয়ে আমায় বলবে, ‘হেই, গ্রেট ইউ মিস্টার’ যখন যত রক্ত তত অর্থ তখনও কি আমি যুদ্ধকেই ভালবাসবো না- তখনও কি আমি বলবো না যুদ্ধেই শান্তি, যুদ্ধেই মুক্তি আর কেনই-বা বলবো না! আমার ধারের টাকা ফেরত চাইতে গেলে যে বলে ‘ও জিভ তোর খসে পড়বে’ তার জন্যে হলেও তো একটা অস্ত্রের কারখানা চাই! |