Reasons why income tax documents may be reopened
আয়কর অডিট হলো এমন একটি নিরীক্ষা প্রক্রিয়া যেখানে করদাতার আর্থিক বিবরণী এবং এর সাথে সংযুক্ত বিভিন্ন দলিলাদি সত্যতা নিরুপন করা হয়। অনেকগুলো প্রক্রিয়ার মধ্যদিয়ে এই নিরীক্ষা কার্যক্রমপরিচালিত হয়।
এই প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত- প্রাথমিক নোটিশ, নথিপত্র পর্যালোচনা, অসঙ্গতি বিশ্নেষণ ও ফলাফল প্রকাশ।
সাধারণত একটি আয়কর নথি পুনঃউন্মোচন করতে হলে সুনির্দিষ্টতথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সার্কেল-কে তার রেঞ্জঅফিসের অনুমোদন নিতে হয়। কারদাতাদেরধরন অনুযায়ী তাদেরকে ২ টি শ্রেণীতেবিভক্ত করা যায়। ১।ব্যক্তি শ্রেণীর করদাতা ২। কোম্পানিশ্রেণীর করদাতা।
ব্যক্তি শ্রেণীরকরদাতাদেরফাইলযেসমস্তকরনেপুন:উন্মোচনহতেপারে:
১।আয়কর নির্ণয়ে ভুল পরিলক্ষিত হলে।
২।আয়কর গণনায় ব্যাংক সুদ, সঞ্চয়পত্র দেখালে সঞ্চয়পত্রের সুদ আয় হিসাবভুক্তকরা না হলে।
৩।কর পরিশোধ দাবী করে চালান সংযুক্ত না করলে।
৪।আইটি ১০বি তে কৃষিজমি থাকলে কৃষি খাতে আয় নাদেখালে বা গোপন করলে।
৫।প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন বেতনের তথ্য-উপাত্ত, ব্যাংক বিবরণী, সংশ্লিষ্ট বৎসরে ক্রয়কৃত সম্পত্তিরসমর্থনে প্রকৃত ডকুমেন্ট রিটার্ন সাবমিটের সময় সাথে জমা দেয়া না হলে।
৬।আইটি ১০বি তে বাড়িবা ফ্লাট দেখালে এবংপারিবারিক খরচ এ আবাসনখরচ দেখালে। সে ক্ষেত্রে বাড়িবা ফ্লাটটির ভাড়া, বাড়িভাড়া খাতেআয় না দেখালে।
৭। ফ্ল্যাট বাড়ি থাকলে এবং তা যদি ভাড়া দেয়া হয় সেক্ষেত্রে বাড়ি ভাড়া আয়এর সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট সংযুক্তনা করলে।
৮।মাসিক বাড়ি ভাড়া আদায়২৫,০০০/- টাকার বেশিহলে তা ব্যাংকিং চ্যানেলেআদায় না হলে।
৯।রিটার্নে গাড়ি দেখানো থাকলে, পারিবারিকখরচের যাতায়াত ব্যয় ড্রাইভার এরবেতন ও গাড়ি পরিচালনাব্যয় ইচ্ছাকৃতভাবে কম দেখানো হলে।
১০।বাড়ি নির্মাণ ব্যয় মিউনিসিপিলিটি/পিডব্লিউডি-এর রেট থেকেকম দেখানো হলে অথবা স্কয়ার মিটার কম দেখানো হলে।
১১।আইটি১০বি তে এফডিআর দেখানোহলে কিন্তু এফডিআর এরসুদ আয় দেখানো নাহলে।
১২।ব্যক্তিগত লোন নেয়া বাদেওয়া দেখানো হলে।
১৩।পারিবারিক খরচ তুলনামুলক কমদেখানো হলে। করদাতা যেএলাকায় বসবাস করেন সেখানেরজীবনযাত্রার মান অনুযায়ী খরচকম দেখানো হলে।
১৪।ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন বা মজুরিএমন যেকোন অর্থ ব্যাংকিংমাধ্যমে পরিশোধ না করলে।
১৫।পূর্বের বৎসর থেকে আয়কম দেখানো হলে ।
১৬।অনেক বৎসর যাবৎ ফ্লাটএর অগ্রিম দেখানো থাকলে।
১৭।আয়কর রেয়াত গণনায় ভুলহলে।
১৮।বিনিয়োগের সমর্থনে ভুল তথ্য উপস্থাপন করলে।
১৯।রিটার্ন না মিললে অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাবে গড়মিল পরিলক্ষিত হলে।
২০।কোন আয় বছরের শেষেযদি দেখা যায় উক্তব্যবসায়ের চলতি বছরের মূলধনেরপরিমাণ প্রারম্ভিক মূলধন অপেক্ষা কমেগেছে তবে সেক্ষেত্রে আয়করনথি পুন: উন্মোচন হতেপারে।
কোম্পানি শ্রেণীরকরদাতারফাইলযেকারনেপুন: উন্মোচনেরআওতায়আসতেপারে:
কোম্পানিরআয়কর ফাইল পুনঃউন্মোচন করারবিভিন্ন কারণ হতে পারে।সাধারণত, আয়কর কর্তৃপক্ষ বিভিন্নকারণে একটি করদাতার ফাইলপুনঃউন্মোচন করতে পারে। নিম্নলিখিতকিছু সাধারণ কারণ এখানেতুলে ধরা হলো:
১।মূলধন তহবিল গঠনের ক্ষেত্রেব্যাংকিং চ্যানেল ব্যবহার না করলে আয়কর কর্তৃপক্ষ ফাইলপুনঃউন্মোচন করতে পারে।
২।যদি আয়কর কর্তৃপক্ষের সন্দেহহয় যে কোনো কোম্পানিতাদের প্রকৃত আয় বাসম্পদের তথ্য গোপন করেছে তাহলে ফাইল পুনঃউন্মোচন করতে পারে।
অথবা আয় ও ব্যয়ের ধারাবাহিকতা বিনষ্ট হলে আয়কর কর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতেপারে।
৩।যদি কোনো কোম্পানির খরচবা ব্যয় অস্বাভাবিক বাঅপ্রত্যাশিত মনে হয়, তাহলেকর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতেপারে। অর্থাৎ কোম্পানি তারব্যবসা পরিচালনার জন্য যে মূলধনিব্যয় ও পরিচালনাগত ব্যয়বা খরচ করেন তানিয়মতান্ত্রিক ও তা আয়করআইনের নিয়ম মোতাবেক হতেহবে।
৪।যদি আয়কর কর্তৃপক্ষের হাতেগোপন তথ্য বা দলিলআসে ।
৫। International Financial Reporting Standards (IFRS) অনুসরণ না করে যদি আয়করফাইলে ভুল বা অসম্পূর্ণতথ্য প্রদান করা হয়।
৬।অনেক ক্ষেত্রে অতি সাধারণ ফাইলওট্যাক্স অডিটের আওতায় আসতেপারে। নিয়মিত ট্যাক্স ফাইলঅডিট এটি একটি সাধারণপ্রক্রিয়া।
৭।কোনো নির্দিষ্ট আইনগত কারণে, যেমনকোন আইন পরিবর্তন হলেবা নতুন নিয়ম প্রবর্তনহলে।
৮।আয়কর ফাইল পুনঃউন্মোচনের প্রক্রিয়াসাধারণত আইন এবং নিয়মেরমাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং এতেযথাযথ প্রমাণ এবং কারণপ্রদর্শন করতে হয়।
৯।যদি কোন কারণে আয়করকর্তৃপক্ষের বৈদেশিক লেনদেন সম্পর্কে সন্দেহের অবকাশ থাকে।
১০।কোম্পানি হঠাৎ লোকসান দেখালে।
এছাড়াওনানাবিধ কারণে ব্যক্তি পর্য়ায়ের আয়কর নথি কিংবা কোম্পানিরফাইল রিভিউ হতে পারে। তাই আয়করআইন ও হিসাববিজ্ঞানের বিধানপরিপালন পূর্বক সচেতন ভাবেএকজন বিজ্ঞ কর আহনজীবীর মাধ্যমে আপনারকিংবা কোম্পানির আয়কর ফাইল তৈরি ও জমা দিন। নিজে ও আপনার প্রতিষ্ঠানকে নিরাপদ রাখুন।
লেখক: রাজন কুমার দেবনাথ
কর আইনজীবী (আয়কর ও ভ্যাট)
মেম্বার: ঢাকা ট্যাক্সেস বারএসোসিয়েশন