Blogs

INCOMETAX.jpeg

Those who are required to file returns

২০২৪-২০২৫ কর বছর অনুয়ায়ী মোট ৫১টি খাত রয়েছে; যাদের কে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে বা রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে যেসব ক্ষেত্রে-

[আয়কর রিটার্ন প্রস্তুত ও সাবমিট, আপীল ও ট্রাইব্যুনাল বিষয়ক যেকোন সেবা পেতে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করুন ]

১. সম্মানিত করদাতার করযোগ্য মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে। 

২. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে। 

৩. ফার্মের অংশীদার হলে। 

৪. কোনো কোম্পানির পরিচালক হতে চাইলে। 

৫. ২৭. সরকারি/গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে; 

৬. কোন ব্যবসা বা পেশায় অর্থাৎ নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে; 

৭. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;

৮. করযোগ্য আয় নেই কিন্তু ২০ লক্ষাধিক টাকার বেশি ঋণ নিতে ইচ্ছুক।  

৯.  আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ পেতে ও তার কার‌্যক্রম বজায় রাখতে;

১০. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স পেতে ও নবায়ন করতে; 

১১. সমবায় সমিতির নিবন্ধন পেতে; 

১২. আপনি যদি সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে চান এবং লাইসেন্স পেতে চান ও নবায়ন করতে চান; 

১৩. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;

১৪. আপনি যদি ক্রেডিট কার্ড পেতে চান; 

১৫. আপনি যদি পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে চান;

১৬. নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখতে; 

১৭. আপনি যদি পেশাজীবী সংস্থার সদস্যপদ পতে ও নবায়ন করতে চান;

১৮. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে; 

১৯. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে; 

২০. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;

২১. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে; 

২২. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে; 

২৩. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে; 

২৪. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;

২৫. আপনি যদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে চান; 

২৬. আপনি যদি আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলতে চান; 

২৭. আপনি যদি ৫(পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলতে চান;

২৮. আপনি যদি ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে  চান;

২৯. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে; 

৩০. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে; 

৩১. মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে;

৩২. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে 

৩৩. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে; 

৩৪. অ্যাডভাইজরি বা কন্সান্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হতে কোনো অর্থ প্রাপ্তিতে;

৩৫. Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬ (ষোল) হাজার টাকার ঊর্ধ্বে কোনো অর্থপ্রাপ্তিতে; 

৩৬. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;

৩৭. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে; 

৩৮. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে; 

৩৯. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে;

৪০. আপনি যদি কোম্পানি আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ করতে চান; 

৪১. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে 

৪২. কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে

৪৩. বিল অব এন্ট্রি দাখিলকালে; 

৪৪. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;

৪৫. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখতে; 

৪৬. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে; 

৪৭. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের; ৪৮. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর।

৪৯. হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগন্সটিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে। 

৫০. সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোন সেবা গ্রহণকালে। 

৫১. ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। 

“রিটার্ন দাখিলের প্রমাণ” বলিতে বুঝাবে-

(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র; (খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা (গ)     করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন।

রিটার্ন দাখিলে ব্যর্থতার জন্য উপ কর কমিশনার অন্যূন ১,০০০/- সেই সাথে ২৪ মাস প্রদেয় করের উপর বিলম্ব সুদ ২% হারে আরোপ করতে পারেন। তাছাড়া রিটার্ন দাখিলের প্রমাণ দৃশ্যমানভাবে প্রদর্শনের বিধান রয়েছে। অপারগতায়; উপ কর কমিশনার অন্যূন্য ৫,০০০/- এবং অনধিক ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করতে পারবেন ।

আয়কর ও ভ্যাট আইন সম্পর্কে জানুন। সচেতন হোন, দেশ গড়ায় ভূমিকা রাখুন।

Our Payment Merchants

Newsletter

Please Sign Up, Self Development Technical Training Academy (SDTTA).

Contact Us

  • info@sdttacademy.com
  • +880 1727546514
  • +880 1727546514 (Whatsapp)