Reasons why income tax documents may be reopened
আয়কর অডিট হলো এমন একটি নিরীক্ষা প্রক্রিয়া যেখানে করদাতার আর্থিক বিবরণী এবং এর সাথে সংযুক্ত বিভিন্ন দলিলাদি সত্যতা নিরুপন করা হয়। অনেকগুলো প্রক্রিয়ার মধ্যদিয়ে এই নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
আয়কর অডিট হলো এমন একটি নিরীক্ষা প্রক্রিয়া যেখানে করদাতার আর্থিক বিবরণী এবং এর সাথে সংযুক্ত বিভিন্ন দলিলাদি সত্যতা নিরুপন করা হয়। অনেকগুলো প্রক্রিয়ার মধ্যদিয়ে এই নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এই প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত- প্রাথমিক নোটিশ, নথিপত্র পর্যালোচনা, অসঙ্গতি বিশ্নেষণ ও ফলাফল প্রকাশ।
সাধারণতএকটি আয়কর নথি পুনঃউন্মোচন করতে হলে সুনির্দিষ্টতথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সার্কেল-কে তার রেঞ্জঅফিসের অনুমোদন নিতে হয়।কারদাতাদের ধরন অনুযায়ী তাদেরকে২ টি শ্রেণীতে বিভক্তকরা যায়। ১। ব্যক্তিশ্রেণীর করদাতা ২।কোম্পানি শ্রেণীর করদাতা।
ব্যক্তিশ্রেণীর করদাতাদের ফাইল যেসমস্ত করনেপুন:উন্মোচন হতে পারে:
১। আয়করনির্ণয়ে ভুল পরিলক্ষিত হলে।
২। আয়করগণনায় ব্যাংক সুদ, সঞ্চয়পত্রদেখালে সঞ্চয়পত্রের সুদ আয় হিসাবভুক্তকরা না হলে।
৩। করপরিশোধ দাবী করে চালানসংযুক্ত না করলে।
৪। আইটি১০বি তে কৃষি জমিথাকলে কৃষি খাতে আয়না দেখালে বা গোপনকরলে।
৫। প্রয়োজনীয়ডকুমেন্ট যেমন বেতনের তথ্য-উপাত্ত, ব্যাংক বিবরণী, সংশ্লিষ্টবৎসরে ক্রয়কৃত সম্পত্তির সমর্থনে প্রকৃত ডকুমেন্ট রিটার্ন সাবমিটেরসময় সাথে জমা দেয়ানা হলে।
৬। আইটি১০বি তে বাড়ি বাফ্লাট দেখালে এবং পারিবারিকখরচ এ আবাসন খরচদেখালে। সেক্ষেত্রে বাড়ি বা ফ্লাটটিরভাড়া, বাড়িভাড়া খাতে আয় নাদেখালে।
৭। ফ্ল্যাটবাড়ি থাকলে এবং তাযদি ভাড়া দেয়া হয়সেক্ষেত্রে বাড়ি ভাড়া আয়এর সমর্থনে ব্যাংক স্টেটমেন্ট সংযুক্তনা করলে।
৮। মাসিকবাড়ি ভাড়া আদায় ২৫,০০০/- টাকার বেশিহলে তা ব্যাংকিং চ্যানেলেআদায় না হলে।
৯। রিটার্নেগাড়ি দেখানো থাকলে, পারিবারিকখরচের যাতায়াত ব্যয় ড্রাইভার এরবেতন ও গাড়ি পরিচালনাব্যয় ইচ্ছাকৃতভাবে কম দেখানো হলে।
১০। বাড়িনির্মাণ ব্যয় মিউনিসিপিলিটি/পিডব্লিউডি-এর রেট থেকেকম দেখানো হলে অথবাস্কয়ার মিটার কম দেখানোহলে।
১১। আইটি১০বিতে এফডিআর দেখানো হলেকিন্তু এফডিআর এর সুদআয় দেখানো না হলে।
১২। ব্যক্তিগতলোন নেয়া বা দেওয়াদেখানো হলে।
১৩। পারিবারিকখরচ তুলনামুলক কম দেখানো হলে। করদাতাযে এলাকায় বসবাস করেনসেখানের জীবনযাত্রার মান অনুযায়ী খরচকম দেখানো হলে।
১৪। ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীর বেতন বা মজুরিএমন যেকোন অর্থ ব্যাংকিংমাধ্যমে পরিশোধ না করলে।
১৫। পূর্বেরবৎসর থেকে আয় কমদেখানো হলে ।
১৬। অনেকবৎসর যাবৎ ফ্লাট এরঅগ্রিম দেখানো থাকলে।
১৭। আয়কররেয়াত গণনায় ভুল হলে।
১৮। বিনিয়োগেরসমর্থনে ভুল তথ্য উপস্থাপনকরলে।
১৯। রিটার্ননা মিললে অর্থাৎ প্রাপ্তিও প্রদান হিসাবে গড়মিলপরিলক্ষিত হলে।
২০। কোনআয় বছরের শেষে যদিদেখা যায় উক্ত ব্যবসায়েরচলতি বছরের মূলধনের পরিমাণপ্রারম্ভিক মূলধন অপেক্ষা কমেগেছে তবে সেক্ষেত্রে আয়করনথি পুন: উন্মোচন হতেপারে।
কোম্পানিশ্রেণীর করদাতার ফাইল যে কারনেপুন: উন্মোচনের আওতায় আসতে পারে:
কোম্পানিরআয়কর ফাইল পুনঃউন্মোচন করারবিভিন্ন কারণ হতে পারে। সাধারণত, আয়কর কর্তৃপক্ষ বিভিন্ন কারণে একটি করদাতারফাইল পুনঃউন্মোচন করতে পারে।নিম্নলিখিত কিছু সাধারণ কারণএখানে তুলে ধরা হলো:
১। মূলধনতহবিল গঠনের ক্ষেত্রে ব্যাংকিংচ্যানেল ব্যবহার না করলে আয়করকর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতেপারে।
২। যদিআয়কর কর্তৃপক্ষের সন্দেহ হয় যেকোনো কোম্পানি তাদের প্রকৃত আয়বা সম্পদের তথ্য গোপন করেছেতাহলে ফাইল পুনঃউন্মোচন করতেপারে।
অথবা আয় ওব্যয়ের ধারাবাহিকতা বিনষ্ট হলে আয়করকর্তৃপক্ষ ফাইল পুনঃউন্মোচন করতেপারে।
৩। যদিকোনো কোম্পানির খরচ বা ব্যয়অস্বাভাবিক বা অপ্রত্যাশিত মনেহয়, তাহলে কর্তৃপক্ষ ফাইলপুনঃউন্মোচন করতে পারে।অর্থাৎ কোম্পানি তার ব্যবসা পরিচালনারজন্য যে মূলধনি ব্যয়ও পরিচালনাগত ব্যয় বা খরচকরেন তা নিয়মতান্ত্রিক ওতা আয়কর আইনের নিয়মমোতাবেক হতে হবে।
৪। যদিআয়কর কর্তৃপক্ষের হাতে গোপন তথ্যবা দলিল আসে ।
৫। International Financial Reporting Standards (IFRS) অনুসরণ না করে যদিআয়কর ফাইলে ভুল বাঅসম্পূর্ণ তথ্য প্রদান করাহয়।
৬। অনেকক্ষেত্রে অতি সাধারণ ফাইলওট্যাক্স অডিটের আওতায় আসতেপারে। নিয়মিতট্যাক্স ফাইল অডিট এটিএকটি সাধারণ প্রক্রিয়া।
৭। কোনোনির্দিষ্ট আইনগত কারণে, যেমনকোন আইন পরিবর্তন হলেবা নতুন নিয়ম প্রবর্তনহলে।
৮। আয়করফাইল পুনঃউন্মোচনের প্রক্রিয়া সাধারণত আইন এবং নিয়মেরমাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং এতেযথাযথ প্রমাণ এবং কারণপ্রদর্শন করতে হয়।
৯। যদিকোন কারণে আয়কর কর্তৃপক্ষেরবৈদেশিক লেনদেন সম্পর্কে সন্দেহেরঅবকাশ থাকে।
১০। কোম্পানিহঠাৎ লোকসান দেখালে ।
এছাড়াওনানাবিধ কারণে ব্যক্তি পর্য়ায়েরআয়কর নথি কিংবা কোম্পানিরফাইল রিভিউ হতে পারে। তাইআয়কর আইন ও হিসাববিজ্ঞানেরবিধান পরিপালন পূর্বক সচেতন ভাবেএকজন বিজ্ঞ কর আহনজীবীরমাধ্যমে আপনার কিংবা কোম্পানিরআয়কর ফাইল তৈরি ওজমা দিন। নিজেও আপনার প্রতিষ্ঠানকে নিরাপদরাখুন।
লেখক: রাজন কুমার দেবনাথ
কর আইনজীবী (আয়কর ও ভ্যাট)
মেম্বার: ঢাকা ট্যাক্সেস বারএসোসিয়েশন